চাঁদপুর নিউজ ডেস্ক
ড. শামসের বিন মুসা একজন বাংলাদেশি পুঁজিপতি। ১৯৭০ থেকে ১৯৮০ সালে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার সেরাদের একজন ছিলেন শামসের বিন মুসা। সাউথ এশিয়ান প্রেস মুসা বিন শামসেরকে ‘প্রিন্স’ উপাধিতে ভূষিত করে। পৃথিবীর বড় বড় সব অস্ত্র ব্যবসায়ীদের সাথে তার যোগাযোগ ছিল। অবৈধ অর্থের পাহাড় গড়ে তুলেছিল শামসের, যার প্রমাণ পাওয়া যায় সুইস ব্যাংকে তার রাখা ৭মিলিয়ন ফ্রোজেন অর্থ থেকে। শামসের বিন মুসার প্রতিষ্ঠান “ড্যাটকো” পৃথিবীব্যাপী ভারী অস্ত্র, ট্যাংক, যুদ্ধ বিমান ও মিসাইলের ব্যবসা করে যাচ্ছে। শামসের সবসময় একশত গাড়ি বহর নিয়ে চলাচল করেন যেগুলোর মডেল হল রোল-রয়েস ও লিমোজিন্স। শামসের হীরার জুতা পড়েন যার বাজার মূল্য ৩মিলিয়ন ডলার।
মুসা বিন শমসরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বেয়াই। সম্প্রতি তার পুত্র ববি হাজ্জাজ হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা মনোনীত হয়েছেন