হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার ব্যবসায়ী ও গ্রাম বাসীর উদ্যােগে চতুর্থ ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাদ আছর সাহেবগঞ্জ বাজারে ওয়াজ দোয়ার মাহফিল সভাপতিত্বে করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাজী মোঃ শাহাদাৎ হোসেন সরকার।
তিনি বক্তব্যে বলেন, ৫ বছর চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছি যদি কখনও ভুল ক্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র আবেদনে এবং হাইমচর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সহ – যোগিতায় আগামি নির্বাচনে আমাকে যদি দল থেকে মনোনয়ন দেয় তাহলে এ ইউনিয়নের অ’সমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। আজকে অনেক ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করবেন, আপনেরা মন দিয়ে কোরআনের কথা গুলো শুনবেন। ইসলামের পথে চলবেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামা’আতের সহিত আদায় করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন যেনো সব সময় আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এবং আমি ও আপনা দের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন।
এসময় তিনি আরো বলেন,হাইমচর উপজেলা নদী ভাংতি এলাকা এবং আমার ৫ নং হাইমচর ইউনিয়ন টি পুরো নদী ভাংতি ও তাঁর স্বামীর জন্য সুস্বাস্থ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় হতে মধ্য রাত পর্যন্ত মাওলানা কাউছার আহম্মেদের পরিচালনয় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ৬ষ্ট পুরুষ হাজ্বী শরীয়ত উল্ল্যাহ (রহঃ) পীরজাদা আলহাজ্ব হযরত মাওঃ বিন ইয়ামিন।
আরো নসিহত করেন প্রধান বক্তব্য হিসেবে,আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ন মুফাচ্ছিরে কুরআন গাজীপুর ঢাকা আলহাজ্ব হযরত মাওঃ মুফতী শহিদুল ইসলাম, হযরত মাওলানা আল -আমিন ফরায়েজী সাহেব, ৫নং হাইমচর ইউনিয়ন সাহেবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হযরত মাওঃসিদ্দিকুর রহমান সাহেব সহ ওলাময়ে কেরামগন।পরে দেশের শান্তি ও কল্যান কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/