প্রতিনিধি
গতকাল সোমবার দুপুরে হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার কারণে হাজী সুইট মিটস্-এর ফ্যাক্টরী সিলগালা করে দেয়া হয়। এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর কণ্ঠকে জানান, ভেজাল প্রতিরোধ ও খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ বাজারের হাজী সুইট মিটস্-এর ফ্যাক্টরী সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা, বাজারস্থ হোটেল পট্টির নোয়াখালী হোটেলে ৫ হাজার টাকা, ভাই ভাই হোটেলে ৭ হাজার টাকা, মধ্য বাজারস্থ উল্কা হোটেলে ৫ হাজার টাকা, খাওয়া-দাওয়া হোটেলে ৫ হাজার টাকা ও আলীগঞ্জস্থ স্টার হোটেলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অভিযান চলাকালে কার্বাইড ও ফরমালিন পরীক্ষার জন্য হাজীগঞ্জ বাজারস্থ টিন পট্টির ফলের আড়তে অভিযান চালানো হয়। কিন্ত ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে সকল ফলের আড়তদার তাদের দোকানে তালা মেরে পালিয়ে যায়।
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, ভেজালমুক্ত খাদ্য সামগ্রী বিক্রয়, দোকানের সামনে দ্রব্যমূল্যের তালিকা লিখে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন এই ম্যাজিস্ট্রেট।