১২ কেজি গাঁজাসহ আবুল কালাম (৩৮)নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সে পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোল্লা বাড়ির সুলতান হাওলদারের ছেলে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সোমবার আবুল কালামকে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
পুলিশ জানায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে হাজীগঞ্জের পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরবেলা হকার্স মার্কেটের আনোয়ার ভিলার নিচতলা থেকে তাকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১২ হাজার টাকা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।