প্রতিনিধি
হাজীগঞ্জে ৪ জুয়াড়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। এর আগে একই দিন বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের মহসিনের কাপড়ের দোকানের ভিতর থেকে এদেরকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মহসিন মিয়া (৩০), ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও কাপানীবাড়ির মৃত বিনয় মজুমদারের ছেলে রতন মজুমদার (৪২), শাহরাস্তি উপজেলার বানিচোঁ গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হোসেন আহম্মদ পাটোয়ারীর ছেলে জসিম উদ্দিন (৩০) ও দোপল্লা তালুকদার বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে আবুল হাসেম (২৫)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় আলাদাভাবে ৪ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।