আলমগীর তালুকদার ,কচুয়া :
কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ মিলনায়তনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ড.সেলিম মাহমুদ।
এসময় তিনি বলেন,লেখা পড়াই সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার মূল হাতিয়ার। রোস্তম আলী ডিগ্রী কলেজ অজপারা গাঁয়ে পিছিয়ে পড়া সমাজকে অন্ধকার থেকে শিক্ষার আলোয় আলোকিত করছে। এ কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলে সূখ্যাতি সাথে কাজ করে যাচ্ছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা নারী ও শিশূ নির্যাতন ট্রাইব্যূনাল-১ এর বিচারক এ. এন.এম জাহাঙ্গীর আলম,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড.হেলাল উদ্দিন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল,কচুয়া উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আঃ মুবিন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবীব মুজমদার জয়,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে কলেজের পরীক্ষার্থীদের বিশেষ দোয়া ও মুনাজাত করেন দহুলীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব আবুল হাসান শাহ মোঃ রুহুল্লাহ শাজুলি ।
আলোচনা সভার পূর্বে অতিথি বৃন্দ প্রতিষ্ঠাতা সেলিম মাহমুদের পিতা প্রয়াত রোস্তম আলী মিয়ার কবর জিয়ারত করেন ।
