
বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমানে দেশে লক-ডাউন চলছে সকল শ্রেণি পেশার মানুষ গৃহে অন্তরীণ থেকে এক দূ্র্বিসহ দিনাতিপাত করছে। দেশের প্রায় কয়েকশত এমপিওভুক্ত (উচ্চমাধ্যমিক ও ডিগ্রি) কলেজে উচ্চমাধ্যমিক স্তরে আবশ্যিক বিষয়ে ১জন করে নন-এমপিও প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) আছে। এসব নন-এমপিওভুক্ত আইসিটি প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) গণ দীর্ঘদিন ধরে নানাবিধ পেশাগত বৈষম্যের শিকার। দীর্ঘ ১৬/১৮ বছর যাবত কর্মরত থাকলেও এমপিও হয়নি। শিক্ষক-শিক্ষিকাগণ সন্তানদের শিক্ষা নির্বাহ, দৈনন্দিন ব্যয়, চিকিৎসা ব্যয়, পিতা-মাতা সহ পরিবারের অন্যান্য ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তারা বর্তমান সময়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে গৃহে আছেন ও সরকারী সহযোগিতা (প্রণদনা) যা রাষ্ট্রের নিকট নাগরির হিসাবে অধিকার তাও সরকারের নিকট হতে দেশের কয়েকশত এমপিওভুক্ত কলেজের নন-এমপিও আইসিটির প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) গণ চাইতে পারছেন না ও তাহাতে নামও লেখাতে পারছেন না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নিকট নিবেদন, তাদের বিষয়ে দ্রুত সদয় দৃষ্টি দিবেন ও তাদের সকলের এমপিওভুক্ত করার জন্য যোগদানের সময় রাষ্ট্রীয় তফশীল ব্যাংকে ব্যক্তিগত হিসাব ও নম্বর খোলা আছে সেখানে সরকারী সহযোগিতা (প্রণদনার) ব্যবস্থা করবেন এবং করোনা ভাইরাস হতে দেশ স্বাভাবিক অবস্থা হলে যাতে কয়েকশত এমপিওভুক্ত কলেজের যে সকল নন-এমপিও আইসিটি প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) যারা ১৬/১৮ বৎসর যাবত এমপিওভুক্ত কলেজে কর্মরত আছেন কিন্তু এমপিও হয়নি (নন-এমপিও) তাদের সকলকে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যাতে দ্রুত এমপিওভুক্ত করে তার নির্দেশ প্রদান করবেন। বাংলাদেশের সকল এমপিও ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে ডিজিটাল রেশন কার্ড প্রদান করা। দেশের এমনি এক ক্রান্তিকালে জাতি বিনির্মাণের নিপুণ কারিগর এবং সমাজের সবচেয়ে সম্মানিত শিক্ষক সমাজের এমন করুন চিত্র আজ সর্বত্র। যারা জীবন যৌবন উৎসর্গ করে জাতিগঠনে নিজেদের উজাড় করে দিচ্ছেন, সেই শিক্ষকদের সুখ দুঃখ প্রকাশের নেই কোন নির্ভরশীল অভিভাবক। শুধুমাত্র কাগজে পত্রে শিক্ষকদের সম্মান মর্যাদা দিলেই তা যথেষ্ট হয়না এ বোধ সকলের জাগ্রত হোক সেই প্রত্যাশায়।
লেখক পরিচিতি :

মো. রুহুল আমিন।
প্রদর্শক, আইসিটি (নন-এমপিও) আদমদীঘি (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। সমন্বয়ক-২, “বাংলাদেশ এমপিওভুক্ত বেসরকারী কলেজ নন-এমপিও প্রদর্শক (আইসিটি) শিক্ষক সমিতি”, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ। মোবাইল নং ০১৭২৬-৯৩২৪৫২