চাঁদপুরের সাবিনা ইয়াসমিন খ্যাত কণ্ঠ শিল্পী ও চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদের সহধর্মীনি তাহমিনা হারুন আর নেই।
তিনি মঙ্গলবার দিনগত রাত ৩ টা ১০ মিনিটের সময় মধ্য ইচুলি নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।
তাহমিনা হারুন দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস,কিডনি ও চোখের সমস্যার রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
স্বামী, দু পুত্র, নাতিসহ বহু শুভাকান্খি রেখে গেছেন।বাদ জোহর তাহমিনা হারুনের জানাজার নামাজ নিজ বাড়ি প্রাঙ্গনের নুরে বেপারী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
তাহমিনা হারুনের বড় ভাই মাওঃ আবু জাফর মোঃ মাইনুদ্দিন জানাজায় ইমামতি করেন। পরে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/