প্রতিনিধি : বগুড়ায় দাফনের একদিন পর লাশ বাড়িতে এসে হাজির। বৃহস্পতিবার সকালে অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে বগুড়া শহরতলীর লাহিরীপাড়া ইউনিয়নের ডেকরা গ্রামে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক লোকজন লাশটি দেখতে ওই এলাকায় ভিড় জমান।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বগুড়ার ডেকরা গ্রামে ভ্যানচালক পাগলু (৫০) বুধবার বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর বুধবার রাত ৩টায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
লাশ দাফনের পরদিন বৃহস্পতিবার সকালে মৃত পাগলুর মা ঘরের দরজা খুলে দেখেন তার ছেলের লাশটি কাফনের কাপড় পড়ানো অবস্থায় পড়ে আছে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন লাশটিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন।
ওই গ্রামের আলহাজ আফাস উদ্দিন জানান, লাশটি কবর থেকে উঠে এসেছে নাকি কেউ শত্রুতা করে কবর থেকে তুলে এখানে রেখেছে তা নিয়ে লোকজনের মধ্যে জল্পনা কল্পনা চলছে।
প্রত্যক্ষদর্শী আলহাজ আফাস উদ্দিন আরও জানান, মৃত ব্যক্তিকে পুনরায় গোসলের পর জানাজা শেষে দাফন করা হয়।
স্থানীয় যুবক মজিদ, মানিক, বুলবুল, এনামুল ও আলামিন জানান, আমরা নিজে লাশটিকে জানাজার পর কবরস্থানে দাফন করেছি। পরে লাশটি বৃহস্পতিবার সকাল ৬টায় আবার তার বাড়িতে দেখেছি।
কবরস্থান কমিটি সূত্রে জানা যায়, দাফনকৃত ব্যক্তির কবরের বাঁশগুলো উপরে ফেলানো ছিল। তবে উঠে আসা লাশের কাফনের কাপড়ে কোন কাদামাটি বা বালির দাগ ছিল না।
অন্যদিকে স্থানীয় মসজিদের ইমাম ও প্রবীন ব্যক্তিরা জানান, এমন ঘটনা তারা কোনদিন দেখেননি। ঘটনাটি শত্রুতামূলক হতে পারে বলে মনে করেন তারা।